Khola Chokh | Bangla News, Entertainment & Education

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ২৯ অক্টোবর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ এবং আরও তিন আসামির বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ২৯ অক্টোবর দেয়া হবে। বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান এ তারিখ নির্ধারণ করেছেন।

২০১১ সালের আগস্টে তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ মোট চার আসামির বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। অন্য তিন আসামি হলেন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস) জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান।

মামলার এজাহারে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে বেনামা সূত্র থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেছেন আসামিরা।

শেয়ার করুন
Exit mobile version