Khola Chokh | Bangla News, Entertainment & Education

জানুয়ারির মধ্যে জেএসসি-জেডিসির সনদ প্রদান

করোনার কারণে এ বছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। পরীক্ষা ছাড়াই এ শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সিদ্ধান্ত হয়। তবে পরীক্ষা না হলেও জেএসসি ও জেডিসি শিক্ষার্থীরা সনদ পাবে। আগামী জানুয়ারি মাসের মধ্যে এ সনদ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ২০২০ সালের এইচএসসির ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আপিল করা যাবে। এছাড়া এইচএসসির ফল ঘোষণার জন্য বিশেষ অধ্যাদেশ জারি করতে হবে। ফলাফল প্রস্তুতের জন্য ইতোমধ্যে ৮ সদস্যের পরামর্শক কমিটি টিমে কাজ করছে।

শেয়ার করুন
Exit mobile version