Khola Chokh | Bangla News, Entertainment & Education

‘জঙ্গিবাদের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জঙ্গিবাদের সাথে যে-ই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবে না। দেশের অপরাধীদের জন্য অশনি সংকেত অপেক্ষা করছে। অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা পাগলা এলাকায় পর্যটন কেন্দ্র মেরী এন্ডারসনে নৌ-পুলিশকে পেট্রোল বোট ও জেটি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী নামবে, কি নামবে না- সেটা নির্বাচন কমিশনের ব্যাপার।’

এর আগে নৌ-পথে মাদক পাচার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ফর ড্রাগ অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)-এর অর্থায়নে নৌ-পুলিশকে চারটি বোট ও একটি জেটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

নৌ পুলিশের উপ-মহা পরিদর্শক (ডিআইজি) শেখ মুহম্মদ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ইউএনওডিসির আঞ্চলিক প্রধান সানাক জয়সুরিয়া ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন বক্তব্য রাখেন।

শেয়ার করুন
Exit mobile version