Khola Chokh | Bangla News, Entertainment & Education

চীনা চিকিৎসা বিশেষজ্ঞ দলের ঢাকা মেডিকেল পরিদর্শন

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় পরামর্শ দিতে চীন থেকে আসা ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন।

এ সময় তারা রোগীদের সাথে কথা বলেন। বৈঠক করেন চিকিৎসকদের সাথেও।

বৈঠকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, করোনা ইউনিটের চিকিৎসকসহ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ বলেন, আমাদের এখানকার করোনা রোগীদের বিষয় নিয়েই তাদের সাথে কথা হয়েছে। এখন পর্যন্ত অক্সিজেন সাপোর্টই এর মুখ্য চিকিৎসা বলে তারা জানিয়েছে। এজন্য আমরা চীন থেকে কিছু অক্সিজেন সাপোর্ট ডিভাইস এর প্রস্তাব দিয়েছি। তারাও এটি আমাদের দিতে রাজি হয়েছেন।

কারো করোনা উপসর্গ দেখা দিলে বাসায় সবার সাথে না থেকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চীনা চিকিৎসকরা।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে সহায়তার জন্য গত ৮ জুন  চীনের এই বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসে।

শেয়ার করুন
Exit mobile version