Khola Chokh | Bangla News, Entertainment & Education

চট্টগ্রামে সদরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত চালু হলো ওয়াটার বাস

ফটো: বাসস

চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রামের বিমানযাত্রীদের সঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছে দিতে কর্ণফুলী নদীতে চালু হয়েছে ওয়াটার বাস সার্ভিস। ৯ ডিসেম্বর সোমবার সকালে সদরঘাট টার্মিনাল থেকে একজন যাত্রী নিয়ে বিমানবন্দরে যায় নৌযানটি। এর পর সারা দিনে আরও কয়েকটি ট্রিপ পরিচালিত হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, মূলত বিমানবন্দর সড়কে অসহনীয় যানজটের কথা বিবেচনায় নিয়ে এসএস ট্রেডিং নামে একটি বেসরকারি সংস্থা এ সেবা চালু করেছে।

এর আগে কয়েক দিন ধরে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা পরীক্ষামূলকভাবে ওয়াটার বাস পরিদর্শন করেছেন। তাদের কেউ কেউ ওয়ান-ওয়ে ভাড়া ৪০০ টাকা বেশি মন্তব্য করে আরও কমিয়ে আনার প্রস্তাব করেন।

এসএস ট্রেডিং-এর কর্ণধার সাব্বাব বলেন, আমরা সামগ্রিকভাবে চিন্তা করে প্রথম দিনেই ভাড়া কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করেছি।

এ ওয়াটার বাসের মাধ্যমে ২৩ মিনিটে পতেঙ্গা টার্মিনাল হয়ে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হচ্ছে। ২৫ জন যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রিত এ যানে রয়েছে লাগেজ রাখার ও ওয়াইফাই সুবিধা। পতেঙ্গা টার্মিনাল থেকে শাটল বাসে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো বিমানযাত্রী সদরঘাট বা পতেঙ্গা টার্মিনালে এসে তাদের মালামাল এসএস ট্রেডিং স্টাফদের বুঝিয়ে দিলে তারা নিজ দায়িত্বে এসব গন্তব্যে পৌঁছে দেবেন।

শেয়ার করুন
Exit mobile version