Khola Chokh | Bangla News, Entertainment & Education

ঘরে টিকটিকির উপদ্রব?

প্রায় সব বাড়িতেই টিকটিকির উৎপাত রয়েছে। কোথাও বেশি কোথাও কম। ঘরের আনাচে কানাচে, প্রায় সর্বত্র এদের অবাধ বিচরণ। আপাত দৃষ্টিতে এটিকে নিরীহ গোছের মনে হলেও টিকটিকি মারাত্মক বিষাক্ত।

বাড়িকে টিকটিকি-মুক্ত করতে অনেকেই একাধিক রাসায়নিক যুক্ত দামি স্প্রে ব্যবহার করে থাকেন। কিন্তু তা সত্ত্বেও বাড়ি থেকে টিকটিকির উপদ্রব চিরতরে বন্ধ করা যায় না। তাহলে কী করে টিকটিকি-মুক্ত করবেন আপনার বাড়ি? আসুন জেনে নেওয়া যাক বাড়ি টিকটিকি-মুক্ত করার কয়েকটি উপায়:

১. জানালার কোনায় কোনায় বা ঘরের ভেন্টিলেটরে কয়েক কোয়া রসুন রেখে দিন। রসুনের গন্ধে টিকটিকি ধারে কাছেও ঘেঁষবে না।

২. গোলমরিচ বা শুকনো লঙ্কার গুঁড়ো ৩-৪ কাপ পানিতে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এরপর ওই গোলমরিচ বা শুকনো মরিচের গুঁড়া মেশানো পানি ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন।

৩. ঘরের যেখানে টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ন্যাপথালিনের বল বা ন্যাপথালিন গুঁড়ো করে ছড়িয়ে দিন। ন্যাপথালিনের গন্ধে টিকটিকি পালাবে।

৪. যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ডিমের খোসা রেখে দিন। ওই সমস্ত জায়গায় আর টিকটিকির দেখা মিলবে না।

৫. টিকটিকির চলাফেরার জায়গায় ময়ূরের পালক রেখে দিলে টিকটিকি ধারে কাছেও ঘেঁষবে না।

শেয়ার করুন
Exit mobile version