Khola Chokh | Bangla News, Entertainment & Education

গণধর্ষণের খবর প্রকাশ করায় ২ সাংবাদিককে মারধর

দুই সাংবাদিককে মারধর করা হচ্ছে। ছবি: ওই কারখানার সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া।

এক নারীকে গণধর্ষণের সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিককে মারধর করা হয়েছে। গণধর্ষণের শিকার ওই নারী কুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিঃ’ এর পোশাকশ্রমিক। সাংবাদিককে পেটানোর অভিযোগ পাওয়া গিয়েছে ওই কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল পৌঁনে আটটায় চান্দিনার বেলাশহর এলাকায় অবস্থিত ওই গার্মেন্টেসের সামনের সড়ক থেকে সাংবাদিক দুজনকে জোরপূর্বক ধরে নিয়ে মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিঃ’ মালিক মো. জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই ও গার্মেন্টসের কোয়ালিটি সুপারভাইজার মো. লিটন, তার ভাই আনোয়ার হোসেন সহ ১০/১২ জন ওই হামলা চালায় বলে জানা গেছে।

আহতরা হলেন- দৈনিক যুগান্তর পত্রিকার চান্দিনা সংবাদদাতা মো. আব্দুল বাতেন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার চান্দিনা সংবাদদাতা মো. জাকির হোসেন। এর মধ্যে সাংবাদিক আব্দুল বাতেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনার পর চান্দিনা পুলিশ ও চান্দিনায় কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে গার্মেন্টসের ডাইরেক্টর মো. আলমগীর হোসেন বলেন, ‘কোনো নারী শ্রমিক ধর্ষিত না হলেও সাংবাদিকরা আমাদের সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করে। ওই ঘটনাকে কেন্দ্র করেই এমনটা হতে পারে।’

উল্লেখ্য, গত সোমবার রাত নয়টায় ওই গার্মেন্টসে ছুটির পর বাসায় ফেরার পথে গণধর্ষণের শিকার হয় এক নারী শ্রমিক। ওই রাতেই চান্দিনা থানা পুলিশ তিন ধর্ষককে আটক করে। ঘটনাস্থলটি দেবীদ্বার থানায় হওয়ায় পরদিন দেবীদ্বার থানায় মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বলেন, ‘পুলিশ পাঠিয়েছি। পুলিশ পুরো ঘটনা শুনে এবং গার্মেন্টসের সিসি টিভির ফুটেজ দেখে সাংবাদিকদের মারধরের সত্যতা পায়। এছাড়া গত ৬ জুলাই রাতে ওই গার্মেন্টেসের এক নারী শ্রমিক ধর্ষণের ঘটনাও সত্য। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন
Exit mobile version