Khola Chokh | Bangla News, Entertainment & Education

খাগড়াছড়িতে র্পাবত্য শান্তিচুক্তির দুই দশক পূর্তি উপলক্ষ্যে র‌্যালি

র্পাবত্য শান্তি চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের করা হয় র্বণাঢ্য র‌্যালি। ছবি- খোলা চোখ ডট কম।

খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য শান্তি চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে । উৎসবের আমেজে র‌্যালীতে নানা শ্রেণী পেশার মানুষ বর্ণিল পেশাকে অংশ গ্রহণ করেন।

শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গনে কেক কেটে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এতে সভাপতিত্বে করেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এসময় খাগড়াছড়ি রিজিয়ন কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ,পুলিশ সুপার আলী আহম্মদ খাঁন, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম,সদর জোন কমান্ডার জিএম সোহাগ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহেদুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন “পার্বত্য চুক্তির ফলে পাহাড়ে শান্তির সুবাতাস বইছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চুক্তির ফলে দীর্ঘ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটেছে। পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করছে।”

এছাড়াও পার্বত্য চুক্তির ফলে যে শান্তি অব্যাহত আছে তা বজায় থাকবে বলে প্রত্যাশা করে সকলের সহযোগিতা কামনা করেন খাগড়াছড়ি রিজিয়নের নবাগত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাগড়াছড়ি উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা,পুলিশ সুপার আলী আহম্মদ খান, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন
Exit mobile version