খাগড়াছড়ি প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন করেছে খাগড়াছড়ির জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ। শনিবার সকাল থেকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয় নানা সংগঠন। সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের আয়োজনে সরকারি হাই স্কুল মাঠ থেকে শিশু সমাবেশ ও আনন্দ র্যালি বের করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এম.পি। জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার আলী আহমদ খান, পৌর মেয়র রফিকুল আলমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
এছাড়াও নারকেল বাগানস্থ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্তর সভাপতিত্বে আলোচনা সভায় পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেলা শ্রমিক লীগের আহবায়ক নুর নবী, জেলা কৃষক লীগের আহবায়ক আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ বক্তব্য রাখেন। এতে দলের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।