পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের জের ধরে খাগড়াছড়ির পানছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় দুই ইউপি সদস্য অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের বিষয়টি বুধবার প্রকাশ পেলেও অপহৃতদের পরিবারের পক্ষ থেকে কেউ মুখ খুলছে না। পুলিশের দাবী এখনো পাওয়া যায়নি কোন অভিযোগ।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে (সাড়ে ৯টার দিকে) পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কঠিন কুমার ত্রিপুরাকে (৩৮) ও একই দিন বিকেলে লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের পেকুয়া পাড়া এলাকা থেকে ৯নং ওয়ার্ড মেম্বার হেমন্ত চাকমা (৪৫)কে অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে অপহরণ করে সন্ত্রাসীরা।
অপহৃত কঠিন কুমার ত্রিপুরা পানছড়ির রামসিং দেওয়ান পাড়ার অনিল কুমার ত্রিপুরা’র পুত্র। হেমন্ত চাকমা লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকার ছ্যাঁকাইয়া চাকমার পুত্র বলে জানা যায়। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম ও লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার অপহরণের বিষয়ে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।
অপহৃত হেমন্ত চাকমাকে আওয়ামী লীগের কর্মী বলে দাবী করেছেন নবনির্বাচিত লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। বিষয়টি মৌখিক ভাবে থানায় জানানো হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় তিনি প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফের পক্ষ থেকে অপহরণের দায় অস্বীকার করা হয়েছে।