Khola Chokh | Bangla News, Entertainment & Education

খাগড়াছড়িতে এক নারীকে গলাটিপে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

খাগড়াছড়িতে এক নারীকে গলাটিপে হত্যার দায়ে মোঃ শহীদুল ইসলাম নামের এই যুবকের যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। ছবি- আল-মামুন

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়িতে এক নারীকে গলাটিপে হত্যার দায়ে মোঃ শহীদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এ সময় তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

২৪ জুলাই মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য্য এই রায় ঘোষণা করেন।

২০১৬ সালের ৫ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশন এলাকায় একটি পরিত্যক্ত ভবনে ফেরদৌসি আক্তার নামে এক নারীকে গলা টিপে হত্যা করা হয়। ঘটনার একদিন পর ফেরদৌসির বাবা আব্দুল কাদের বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেন।

পরে একই বছর ৭ ডিসেম্বর শহীদুলকে আটক করে পুলিশ। ঐ দিন হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি প্রদান করেন তিনি। ১২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ২ বছর ৫ মাস পর যাবজ্জীবন কারাদন্ডের এই রায় ঘোষণা করলেন।

শেয়ার করুন
Exit mobile version