Khola Chokh | Bangla News, Entertainment & Education

কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে খাগড়াছড়িতে তিন যুবকের মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে কিশোরী ধনিতা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তিন যুবককে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপরে খাগড়াছড়ি নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহের এর আদালত এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, রুমেন্দ্র ত্রিপুরা ওরফে রুমেন, ত্রিরন ত্রিপুরা ও কম্বল ত্রিপুরা। তবে তিন আসামীর মধ্যে কম্বল ত্রিপুরা পলাতক রয়েছে।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৯ সালের ১৩ মে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ার বড় পাড়ার বাসিন্দা মন মোহন ত্রিপুরা ও স্বরলেখা ত্রিপুরা তাদের কিশোরী মেয়ে ধনিতা ত্রিপুরা (১৭) কে বাসায় একা রেখে দীঘিনালায় বেড়াতে গিয়েছিল।

এই সুযোগে একই ইউনিয়নের বেজাচন্দ্র পাড়ার তিন যুবক মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে উপর্যুপরি তাকে ধর্ষন করে এবং হত্যাকান্ড ঘটায়। পর দিন সকালে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিন যুবককে গ্রেফতার করে।

এ ঘটনায় কিশোরীর মা স্বরলেখা ত্রিপুরা তিন জনকে আসামী করে মামলা করে। পুলিশ একই বছর ২৮ আগষ্ট আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় ২২ জন স্বাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

শেয়ার করুন
Exit mobile version