Khola Chokh | Bangla News, Entertainment & Education

করোনা পজেটিভ যাত্রী বহনের দায়ে ইতিহাদ এয়ারওয়েজকে জরিমানা

করোনাপজেটিভ যাত্রী পরিবহনের দায়ে ইতিহাদ এয়ারওয়েজকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একইসাথে করোনা সংক্রমিত ওই যাত্রীকেও তিন হাজার টাকা জরিমানা করে হাসপাতালে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল এ আদেশ দেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে আবুধাবি থেকে ২৫৪ জন যাত্রী নিয়ে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ২৪০ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে এসে অবতরণ করে। যাচাই-বাছাইয়ের সময় একজন করোনা পজেটিভ যাত্রী পাওয়া যায়। তার সাথে আনা আরটি-পিসিআর পরীক্ষার সনদে স্পষ্টভাবে তাকে কোভিড পজেটিভ হিসেবে চিহ্নিত করা ছিল। কিন্তু আবুধাবি এয়ারপোর্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার সুযোগে ওই যাত্রী ফ্লাইটে উঠে পড়েন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল জানান, ইতিহাদ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে। তবে আইন অনুযায়ী তাদেরকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শেয়ার করুন
Exit mobile version