করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি এখনো ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন।
শীঘ্রই নিজ বাসভবনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার তার ফলোআপ টেস্টে কোভিড-১৯ নেগেটিভ রেজাল্ট এসেছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ রেজাউল হক।
দেশ ও দেশের বাইরে থেকে যারা মন্ত্রীর সুস্থতার জন্য দোয়া মাহফিল ও প্রার্থনা করেছেন, তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে তিনি ধন্যবাদ জানিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব, সিএমএইচ এর সকল চিকিৎসক, নার্স, জেলা প্রশাসন, পুলিশ, সামরিক বাহিনী, বিজিবি, আনসার, স্বাস্থ্য বিভাগসহ তিন পার্বত্য জেলার সর্বস্তরের মানুষকে।
গত ৬ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে এবং ৭ জুন বিমান বাহিনীর হেলিকপ্টারে তাকে বান্দরবান থেকে ঢাকা সিএমএইচ-এ ভর্তি করানো হয়।