Khola Chokh | Bangla News, Entertainment & Education

করোনার বৈরী পরিবেশেও মাঠে আছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

ত্রাণ বিতরণ করছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি প্রতিনিধি: করোনাকালে প্রিয়তম বয়োবৃদ্ধ মাকে হারিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। সেই শোক তার সঙ্গী। তবুও তিনি করোনা দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো থেকে পিছিয়ে যাননি।

ত্রাণ বিতরণ করছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা

এখনও প্রতিদিন নিজ এলাকা ঘুরে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রমে সর্বোচ্চ সময় ব্যয় করছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের এই সভাপতি। পাশাপাশি বিভিন্ন সামাজিক-বেসরকারি উদ্যোগেও নীরবে ব্যক্তিগত তহবিল থেকে উদার হস্তে নগদ অর্থ বিলিয়ে দিচ্ছেন তিনি। পাহাড়ি-বাঙালি সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি রেখে ত্রাণ বিতরণে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগ-প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের।

ত্রাণ বিতরণ করছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা

তিনি এই প্রতিবেদককে বলেন, ‘এটি মহান মুক্তিযুদ্ধের সময়কালের মতো সংকট। একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়ছে দেশের সম্মুখ যোদ্ধারা। প্রতিদিন চিকিৎসাকর্মী-পুলিশ-সাংবাদিকসহ ফ্রন্টলাইনাররা আক্রান্ত হচ্ছেন। তাদের পরিবার-স্বজনরাও প্রচণ্ড দুশ্চিন্তায় আছেন। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের মায়াকে তুচ্ছজ্ঞান করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাই একজন রাজনীতিক-জনপ্রতিনিধি হিসেবে ঘরে বসে থাকার সুযোগ নেই।’

শেয়ার করুন
Exit mobile version