Khola Chokh | Bangla News, Entertainment & Education

করোনাভাইরাস দুর্যোগে প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধার দাবি

প্রতীকি ছবি

করোনাভাইরাসের মহামারীর সময়ে প্রতিবন্ধীদের জন্যে বিশেষ সুবিধার দাবি তুলেছে প্রতিবন্ধী কল্যাণ সংগঠনগুলো। সরকারি বেসরকারি সহায়তায় সুবিধাবঞ্চিত ব্যক্তিদের তালিকা প্রণয়নের সময় প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া উচিত বলে জানিয়েছে তারা।

সম্প্রতি বান্দরবানের প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (প্রকস) এর নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রদের বরাবরে একটি আবেদন করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, যে কোনো দূর্যোকালীন এবং দূর্যোগ পরবর্তী অবস্থায় প্রতিবন্ধী ব্যক্তিরা বিশেষ করে গুরুতর প্রতিবন্ধী ব্যক্তি যেমন- দৃষ্টি প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, সেরিব্রাল পলসি ও তাদের পরিবার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও অসহায় হয়ে পড়ে।

দিনমজুর কিংবা সামান্য আয়ের মানুষ যাদের ঘরে প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে এবং বর্তমান অবস্থায় কর্মহীন পড়েছে তারা সার্বিকভাবে মানবেতর জীবন যাপন করছে। এছাড়াও অনেক প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে যারা দৈনিক উপার্জনের মাধ্যমে সংসার চালাতো তারাও কর্মহীন, অসহায় হয়ে পড়েছে।

এ অবস্থায় তিনি উপজেলা পর্যায়ে ত্রাণ বিতরণের তালিকায় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভূক্ত করার দাবি জানান।

এছাড়া, স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রমে দৃষ্টি প্রতিবন্ধী ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ বার্তার ব্যবস্থা করার সুপারিশ করেন।

করোনাভাইরাস পরবর্তী মধ্য বা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্ত করারও দাবি জানান তিনি।

শেয়ার করুন
Exit mobile version