বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক সাজানো মামলায় সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।
কর্মসূচীর সমর্থনে পুলিশি বাধা আসার আগেই কিছুটা তড়িঘড়ি করে সকালে দুটি অালাদা স্থান থেকে মিছিল বের করে নেতাকর্মীরা।
সকালে প্রথম মিছিলটি রাজবাড়ী প্রাঙ্গন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সেখানে সমাবেশ করে নেতাকর্মীরা।
এসময় দলের সভানেত্রী ও সাবেক সাংসদ মাম্যাচিং এর সভাপতিত্বে সমাবেশে অংশ নেন দলের সাংগঠনিক সম্পাদক মংশৈ ম্রয় মারমা, কৃষক দলের সাধারণ সম্পাদক টিমং মারমাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মীরা।
অপরদিকে বান্দরবান শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে দলের সাধারণ সম্পাদক জাবেদ রেজা ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীনের নেতৃত্বে মিছিল বের করে বিএনপির অপর একটি অংশ।
কর্মসূচীর বিষয়ে সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার বলেন, পুলিশ কোন কর্মসূচীই পালন করতে দিচ্ছে না। নেতাকর্মীরা ভয়ে অনেকে ঘরবাড়ি ছাড়া হয়ে আছেন। এত প্রতিকুলতা সত্বেও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পুলিশি বাধা ও ভয় উপেক্ষা করে মিছিলে অংশ নিয়ে কর্মসূচী সফল করেছেন। এসয় দলের দু:সময়ে নেতাকর্মীদের আরো সংগঠিত থাকার আহবান জানান এই নেতা।