আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন আরো শতাধিক জলদস্যু ও অস্ত্রের কারিগর। কক্সবাজারের মহেশখালিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা আত্মসমর্পণ করছেন।
২০১৮ সালের ২০ অক্টোবর সশস্ত্র ৪৩ জন জলদস্যু আত্মসমর্পণের পর এবারও আত্মসমর্পণের প্রস্তুতি নিয়েছেন প্রায় শতাধিক সন্ত্রাসী। এদের মধ্যে রয়েছেন অবৈধ অস্ত্র তৈরির কারিগর, জলদস্যু ও ডাকাত দলের সদস্য।
আত্মসমর্পণের জন্য সহযোগী ও অস্ত্রশস্ত্র নিয়ে আত্মগোপন থেকে বেরিয়ে এসেছেন দুর্ধর্ষ আইয়ুব বাহিনীর প্রধান মোহাম্মদ আইয়ুব। মহেশখালির হোয়ানক ইউনিয়নের এই জলদস্যু বাহিনীর সদস্য সংখ্যা ৩০ জনের বেশি। অনেকদিন ধরে ত্রাস সৃষ্টি করে চলা এই বাহিনীর বেশিরভাগ সদস্যই এখন আত্মসমর্পণের জন্য পুলিশের হেফাজতে।
শুধু আইয়ুব বাহিনীই নয়, এমন আরও সাতটি জলদস্যু বাহিনীর সদস্য ও অস্ত্র তৈরির কারিগররা ফিরে আসছে স্বাভাবিক পথে। সরকার স্বাভাবিক জীবনযাপনে সহায়তা দেবে এমন আশ্বাসে আত্মসমর্পণ করতে যাচ্ছে মহেশখালি-কুতুবদিয়া-পেকুয়া উপকূল কাঁপানো এসব দস্যুরা।