Khola Chokh | Bangla News, Entertainment & Education

ওয়াগ্যোয়াই উৎসবে মাতোয়ারা বান্দরবানের মারমা জনগোষ্ঠী

ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে রঙিন ফানুসে ছেয়ে যায় বান্দরবানের আকাশ। ছবি- শাকের।

নানা আয়োজনে বান্দররবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে। মোমবাতি প্রজ্জ্বলন ও রথ টানার মধ্য দিয়ে সন্ধ্যায় শহরের রাজার মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ম্রো, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিচালক মং নু চিংসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মারমা গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সুমিতা দেবী।

পরে অতিথিরা ফানুস ওড়ান। এর পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার পর আগামি সোমবার রথ বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।

শেয়ার করুন
Exit mobile version