Khola Chokh | Bangla News, Entertainment & Education

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে সাড়ে ১০ দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসির ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএসসি’র ৯টি সাধারণ বোর্ডে পাশের হার ৮২.৮৭ শতাংশ। মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাশের হার ৮২.৫১ শতাংশ, কারিগরি বোর্ডে পাশের হার ৭২.৭০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

ঢাকা বোর্ডে পাশের হার ৮২.৩৪ শতাংশ, জিপিএ ৫: ৩৬ হাজার ৪৭ জন।

যশোর বোর্ডে পাশের হার ৮৭.৩১, জিপিএ ৫: ১৩ হাজার ৭৬৪ জন; কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৫.২২ শতাংশ, জিপিএ ৫: ১০ হাজার ২৪৫ জন, বরিশাল বোর্ডে পাশের হার ৭৯.৭০ শতাংশ, জিপিএ ৫: ৪ হাজার ৪৮৩ জন; দিনাজপুর বোর্ডে পাশের হার ৮২.৭৩ শতাংশ, জিপিএ ৫: ১২ হাজার, ৮৬ জন।

এছাড়া ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ শতাংশ, জিপিএ ৫: ৭ হাজার ৪৩৪ জন; রাজশাহী বিভাগে পাশের হার ৯০.৩৭ শতাংশ, জিপিএ ৫: ২৬ হাজার ১৬৭ জন; চট্টগ্রাম বিভাগে ৮৪.৭৫ শতাংশ, জিপিএ ৫: ৯ হাজার ৮ জন; সিলেট বিভাগে পাশের হার ৭৮.৭৯ শতাংশ, ৪ হাজার ২৬৩ জন।

সকাল ১১টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেন। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।

শেয়ার করুন
Exit mobile version