Khola Chokh | Bangla News, Entertainment & Education

এবার ফেইসবুকে বাংলাদেশি টাকায় বিজ্ঞাপন দেওয়া যাবে

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিজ্ঞাপন দিতে নানারকম সমস্যায় ভোগেন অনেকেই। দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এই সংকটের কারণে নিজেদের প্রচারে পিছিয়ে থাকে।

সম্প্রতি বাংলাদেশে ফেসবুকের অনুমোদিত সেলস পার্টনার হিসেবে এইচটিটিপুল নাম একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এখন থেকে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন প্রিতিষ্ঠানকে সাহায্য করতে পারবে বলে জানানো হয়েছে।

ফেইসবুকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেট ডিরেক্টর জর্ডি ফরনিস বলেন, ‘ফেইসবুকের জন্য দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। আমরা এই দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সাথে আরো বেশি সংযুক্ত হতে চাই।’

‘এইচটিপুলকে বাংলাদেশে ফেইসবুকের অনুমোদিত সেলস পার্টনার হিসেবে আনতে পেরে আমরা খুশি।’

‘এছাড়া এইচটিটিপুলের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা বাংলাদেশি টাকায় ফেইসবুককে বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করতে পারবে।’

এইচটিটিপুল এশিয়া প্যাসিফিকের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সানি নাগপাল বলেন, ‘নতুন কোন দেশে বিজ্ঞাপনের সর্বশেষ সেবা দিতে ফেইসবুককে সহায়তা করতে পারাটা আমাদের জন্যে একটা দারুন অভিজ্ঞতা। আমরা ইউরোপ এবং চীনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ব্র্যান্ড এবং এজেন্সিগুলোকে সর্বোচ্চ সেবা দেবার চেষ্টা করে যাবো।’

অনুমোদিত সেলস পার্টনাররা স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সাহায্য করে তা এই লিংক থেকে জানা যাবে: https://www.facebook.com/business/m/authorized-sales-partners

শেয়ার করুন
Exit mobile version