Khola Chokh | Bangla News, Entertainment & Education

‘এডিস মশা পানিতে ডিম পাড়ে না’- কথাটি বিভ্রান্তিকর: বললেন বাংলাদেশের বিজ্ঞানী

ইন্টারনেট থেকে সংগৃহীত প্রতীকি ছবি

‘এডিস মশা পানিতে ডিম পাড়ে না’ এরকম সংবাদ বিভ্রান্তিকর বলে দাবি করেছেন বাংলাদেশের বিজ্ঞানী সাইদুর রহমান চৌধুরী। তিনি বলেন,

‘অ্যাডিস মশা পানিতে ডিম পাড়ে না: জানালেন বিশেষজ্ঞ” – এই সংবাদটি আজ বিভিন্ন মিডিয়া এবং সোশাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে।

আসুন দেখা যাক এই সংবাদ কতটা বিশ্বাসযোগ্য!

যারা বেশি পড়তে চাননা, তাদের জন্য সহজ উপায় দিচ্ছি – images.google.com এ যান, সার্চ বক্সে লিখুন aedes aegypti life cycle, ছবিগুলো দেখুন। সব ছবিই বিশ্বাসযোগ্য উৎস্য থেকে আসা তা নয়, কিন্তু অনেক ছবিই বৈজ্ঞানিক প্রবন্ধ, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা সমগোত্রিয় বিশ্বাসযোগ্য সূত্র থেকে আসা। অনেক ছবিতেই দেখবেন মশার ডিমগুলো ফুটে বাচ্চা (লার্ভা) বের হচ্ছে পানিতে, তাদের বিকাশ হচ্ছে পানিতে – পানি ছাড়া এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়া অসম্ভব। মানে অসম্ভব।

তাহলে এই বিশেষজ্ঞ কেন বলছেন, এটি ভুল তথ্য? আসলে তিনি এমন বলেছেন বলে আমি মোটেও মনে করিনা – তিনি বলেছেন মশা পানির পাত্রের কিনারায় ডিম পাড়ে – পানির সংষ্পর্শে এসে তা ফুটে। আর আমাদের উর্বর মস্তিষ্কের সংবাদ পরিবেশনকারীরা তাদের সহজাত ক্যাচি টাইটেল বানাবার জন্য লিখতে শুরু করেছে “অ্যাডিস মশা পানিতে ডিম পাড়ে না: জানালেন বিশেষজ্ঞ”। এতে করে জনমনে বিরাট বিভ্রান্তি সৃষ্টির সুযোগ রয়ে যাচ্ছে।

বন্ধ হোক বিভ্রান্তিজনক সংবাদ পরিবেশন।’

শেয়ার করুন
Exit mobile version