Khola Chokh | Bangla News, Entertainment & Education

এখনই নয় যুক্তরাষ্ট্রের নতুন ভিসার আবেদন

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে গত ১৯ মার্চ থেকে সব রুটিন ইমিগ্র্যান্ট, নন ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ রেখেছে ঢাকা যুক্তরাষ্ট্র দূতাবাস। যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী পর্যটক, ছাত্র, ব্যবসায়ীরা নতুন ভিসার জন্য এখনই আবেদন করতে পারবেন না। তবে ভিসা নবায়ন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্র ভিসা দফতর।

সোমবার (৫ অক্টোবর) ভার্চুয়াল প্রেস ব্রিফিং এ যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার প্রধান উইলিয়াম ডায়ার্স জানান, যাদের ভিসার মেয়াদ গত ২৪ মাসের মধ্যে শেষ হয়েছে বা হওয়ার পথে- তারা ইন্টারভিউ ছাড়াই ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন। সশরীরে উপস্থিত হতে হবে না। তবে, কবে নাগাদ আবারো নতুন ভিসা ইস্যু করা শুরু হবে এর কোন পরিস্কার জবাব দিতে পারেননি উইলিয়াম। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলেই কেবল এটি চালু হবে।

এছাড়া যুক্তরাষ্ট্রে যে সব শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন কিংবা স্কলারশিপ পেয়েছেন তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে ব্রিফিংয়ে।

শেয়ার করুন
Exit mobile version