Khola Chokh | Bangla News, Entertainment & Education

এখনই কমছে না বৃষ্টি ভূমিধস হতে পারে পাহাড়ে

পার্বত্য চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরো কয়েকদিন। ছবি- সংগ্রহ।

দেশের আকাশে মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় থাকায় পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সাথে ভারী বৃষ্টির কারণে বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্রগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমি ধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবার্তায় জানানো হয়েছে।

আকাশ মেঘলা থাকায় দিনের বেশিভাগ সময় সুযের্ দেখা নাও মিলতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দুই দিন বৃষ্টির এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে।

তবে যশোরের বেসরকারী আবহাওয়া অফিস জানায়, আগামি ১৮ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে চট্টগ্রামের আকাশে।

পাহাড়ের মানুষকে নিরাপদে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসন বারবার অনুরোধ করেছে।

শেয়ার করুন
Exit mobile version