Khola Chokh | Bangla News, Entertainment & Education

এক দিনে মৃত্যুর রেকর্ড ভেঙেছে আজ!

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা (ফাইল ছবি)

করোনাভাইরাসে সংক্রিমত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। এর ফলে সব মিলে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ১ হাজার ৮৪৭ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাতে দেশে এ পর্যন্ত মোট ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন।

আজকের ব্রিফিংয়ে জানানো হয়, মোট ১৮ হাজার ৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৪৬০টি নমুনা।

দেশে ৬৮টির মধ্যে ৬৬টি ল্যাবের (পরীক্ষাগার) করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে।

শেয়ার করুন
Exit mobile version