Khola Chokh | Bangla News, Entertainment & Education

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হচ্ছে রোববার

করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ের আবেদন শুরু হচ্ছে রোববার থেকে। ৯ আগষ্ট সকাল ৭টা থেকে এই কার্যক্রম চলবে ২০ আগষ্ট পর্যন্ত।

এবার শুধুমাত্র অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এই তথ্য জানান।

প্রথম পর্যায়ের পর আরও দুই দফায় আবেদনের সুযোগ রাখা হয়েছে। এবারও ঢাকা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় অনলাইন ভর্তির কার্যক্রম চলবে। www.xiclassadmission.gov.bd এই ঠিকানা থেকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। কোন কলেজে কত আসন এবং আবেদনের ন্যূনতম যোগ্যতা কী— তাও জানা যাবে এই ঠিকানায়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একজন শিক্ষার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনীত হলো, তা নির্ধারিত হবে।

এবার ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ছাড়া অন্য কোটা থাকছে না। তবে প্রতিবন্ধী, বিকেএসপির শিক্ষার্থী, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে জাতীয় পর্যায়ে অসামান্য সাফল্যের (পুরস্কারপ্রাপ্ত) অধিকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ভর্তির কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

শেয়ার করুন
Exit mobile version