Khola Chokh | Bangla News, Entertainment & Education

একই ঘরে ৫ মাসের ব্যবধানে সাংবাদিক বাবা-ছেলের রহস্যময় মৃত্যু

সিনিয়র সাংবাদিক, যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নু। ফাইল ছবি

অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সিনিয়র সাংবাদিক, যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নু। শনিবার সকাল ৮ টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক এ্যান্ড বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

মোয়াজ্জেম হোসেন নান্নু যে ঘরে, যেভাবে অগ্নিদগ্ধ হয়েছিলেন গত ২ জানুয়ারি ওই ঘরে একইভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তার একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস। মোয়াজ্জেম হোসেন নান্নুর স্ত্রী পল্লবী সংবাদমাধ্যমকে বলেন, ‘স্বপ্নীল মারা যাওয়ার পর তার ঘরটিতে আমরা মাঝে মাঝে দরজা খুলে দেখতাম। গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় নান্নু তার ছেলের কক্ষ খোলেন। দরজা খুলে সুইচে চাপ দিতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। নান্নুকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক এ্যান্ড বার্ন হাসপাতালে ভর্তি করা হয়।’

জানা গেছে, নান্নু পরিবার নিয়ে থাকতেন রাজধানীর আফতাবনগরে জহিরুল ইসলাম সিটির ৩ নম্বর রোডের পিস তাজমহল অ্যাপার্টমেন্টে। সেখানে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, নান্নুর শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

শেয়ার করুন
Exit mobile version