Khola Chokh | Bangla News, Entertainment & Education

ইতিহাসের “কলঙ্কজনক” প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সশস্ত্র হামলার পর ট্রাম্পকে অভিশংসন করার দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এ পরিকল্পনার কথা জানান।

সোমবার ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব কংগ্রেসে উপস্থাপন করা হতে পারে। তার বিরুদ্ধে ‘সহিংস বিদ্রোহে উসকানি দেওয়ার’ অভিযোগ আনা হতে পারে। আগামীকাল মঙ্গলবারের মধ্যেই এ নিয়ে ভোট হয়ে যেতে পারে বলে জানিয়েছেন হাউজ অব রেপ্রেজেন্টেটিভস-এর হুইপ জেমস ক্লাইবার্ন। যদিও জানুয়ারির ২০ তারিখ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শেষ দিন।

তার বিরুদ্ধে উন্মত্ত জনতাকে ‘অভ্যুত্থানে প্ররোচনা’ দেওয়ার অভিযোগ আনার পরিকল্পনা করছেন ডেমোক্র্যাটরা। যদি অভিশংসন প্রক্রিয়া পরিকল্পনা মাফিক এগোয় তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুইবার অভিশংসন হওয়া একমাত্র প্রেসিডেন্ট। সেজন্য অভিশংসন অভিযোগ হাউজে ভোটে পাস হতে হবে। তারপর বিষয়টি সিনেটে যাবে যেখানে প্রেসিডেন্টকে অপসারণ করতে দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে।

শুধু ডেমোক্র্যাট নয় এমনকি রিপাবলিকানদের অনেকেই তার বিরুদ্ধে সেদিন সমর্থকদের উস্কে দেওয়ার অভিযোগ করছেন। এ প্রক্রিয়া শুরু হলে ট্রাম্পই হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু’বার অভিশংসন হওয়া একমাত্র প্রেসিডেন্ট। আর এটি হলে মার্কিন ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে ‘কলঙ্কজনক’ এই রেকর্ড লেখা থাকবে ট্রাম্পের নামে।

শেয়ার করুন
Exit mobile version