Khola Chokh | Bangla News, Entertainment & Education

ইতালিতে বাংলাদেশি কমিউনিটিতে নতুন করে ৮ জন করোনা শনাক্ত

ইতালির একটি স্থাপনা। ছবি: গেটি ইমেজ

গত ২৪ ঘণ্টায় ইতালিতে বাংলাদেশি কমিউনিটিতে নতুন আটজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার ইতালির লাজিও অঞ্চলের এই ৮ জনের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনেও এ তথ্য তুলে ধরা হয়েছে। গত একদিনে ইতালিতে করোনায় মারা গেছেন সাতজন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪ হাজার ৯৪৫ জন।

এপির প্রতিবেদনে আরও বলা হয়, ইতালির নতুন ১৮৮ জন করোনা রোগীর এক তৃতীয়াংশই লোম্বার্দি অঞ্চলের। ইতালির এই অঞ্চলটিতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

ইতালির সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা বলছে, ইতালিতে এখনও করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আছে। তবে তারা স্থানীয় এবং আন্তর্জাতিক ক্লাস্টারগুলোর দিকে নজর রাখছে।

করোনার প্রকোপ প্রতিরোধে বাংলাদেশসহ ১৩ দেশ থেকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্প্রতি ইতালিতে যাওয়া বেশ কয়েকজন বাংলাদেশির শরীরে করোনা শনাক্তের পর এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

শেয়ার করুন
Exit mobile version