Khola Chokh | Bangla News, Entertainment & Education

ইডেন টেস্টে থাকবে তারার মেলা

কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ও ভারত মধ্যকার টেস্টটি যে দিবা-রাত্রির হবে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত। গোলাপি বলের এই টেস্ট আরও রঙিন করে রাখতে পরিকল্পনার শেষ নেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র। শুধু মাঠেই নয়, গ্যালারিতেও থাকবে সবার নজর। দেখা যাবে বিভিন্ন সেক্টরের তারকাদের।

ভিভিআইপি অতিথিদের তালিকায় সবার ওপরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

গ্যালারিতে দেখা যেতে পারে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। অলিম্পিকে স্বর্ণজয়ী অভিনব বিন্দ্রা, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম, ব্যাডমিন্টন স্টার পিভি সিন্ধু। আসছেন কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দ। তার সঙ্গে মাঠে দেখা যাবে টেনিস তারকা সানিয়া মির্জাকেও।

ইডেনে ঐতিহাসিক এ টেস্ট ম্যাচটি কিভাবে আরও বেশি আকর্ষণীয় করা যায় তা নিয়ে প্রতিদিনই বৈঠক করছেন আয়োজকেরা। বুধবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) এক বৈঠক শেষে জানানো হয়, ম্যাচ শুরুর আগে দেখা যেতে পারে ‘হেলিকপ্টার শো’।

শেয়ার করুন
Exit mobile version