Khola Chokh | Bangla News, Entertainment & Education

ইকবাল স্মৃতি ফুটবল র্টুণামেন্ট: চপ্রু একাদশকে হারিয়ে সেমিফাইনালে আর্মি পাড়া

খেলা শেষে অতিথির হাত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার নিচ্ছেন আর্মি পাড়া একাদশের আক্রমন ভাগের খেলোয়াড় বাপ্প।

বান্দরবানে ইকবাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার চর্তুথ কোর্য়াটার ফাইনালে জয়ী হয়েছে আর্মি পাড়া একাদশ। তারা চপ্রু একাদশকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

বিকেলে রাজার মাঠে অনুষ্টিত টূর্ণামেন্টের অষ্টম দিনের ম্যাচে নবীন খেলোয়াড়দে নিয়ে গড়া আর্মি পাড়া একাদশ শুরু থেকেই অপেক্ষাকৃত অভিজ্ঞ ও সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে গড়া চপ্রু একাদশের গোলমুখে আক্রমন করতে থাকে। অপরদিকে বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েও কাজে ফিটনেসের অভাবে গোল করতে পারেনি অভিজ্ঞতা সম্পন্ন চপ্রু একাদশের খেলোয়াড়রা ।

মাঝমাঠ থেকে প্রথমার্ধ থেকে পর পর বেশ কিছু ভালো গোলের সুযোগ তৈরি করেছিল আর্মি পাড়া একাদশের আক্রমণভাগের খেলোয়াড়রা। কিন্তু চপ্রু একাদশের গোলরক্ষক ফারুকের দক্ষতায় কমপক্ষে তিনটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় জাফর ফিরোজদের আর্মি পাড়া একাদশ।

বিরতির পর কিছুটা ক্লান্ত হয়ে পড়লে চপ্রু একাদশের খেলোয়াড়রা রক্ষণাত্বক ভূমিকায় অবতীণ হয়। এসময় তাদের বেশ কয়েকবার পরীক্ষার সম্মুখীন করে বাপ্প জাফররা। শেষে পর্যন্ত খেলা শেষে হবার মিনিট দশেক আগে আক্রমনভাগের নবীন খেলোয়াড় বাপ্প ডি বক্সের কাছ থেকে ধ্রুত গতির শট নিলে জটলার মধ্যে তা ঠেকাতে ব্যর্থ হন গোলরক্ষক ফারুক। ফলে ব্যবধান গিয়ে দাঁড়ায় ১-০ তে।

পরে আক্রমন প্রতি আক্রমনের খেলা চললেও কোনো দলই আর গোলের দেখা পায়নি।

ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন আর্মি পাড়ার বাপ্পু।

আগামী ১৯ নভেম্বর একই মাঠে প্রথম সেমিফাইন্যালে রয়েল রিদম মোকাবিলা করবে  ফ্রেন্ডস ক্লাবের।

শেয়ার করুন
Exit mobile version