Khola Chokh | Bangla News, Entertainment & Education

আফ্রিকার খনিতে ৮৯ ক্যারেটের ‘হলুদ হীরা’র সন্ধান

আফ্রিকার ছোট্ট দেশ লেসোথোর মোথায়ের খনি থেকে ৮৯ ক্যারেট ওজনের বিরল এক হলুদ হীরার সন্ধান পাওয়া গেল। এটির বাজারমূল্য অন্তত ১ কোটি পাউন্ড বলে।

জানা গেছে, লুকাপা নামে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে মোথায়ে কিম্বেরলাইট এলাকায় খননকাজ শুরু করে লেসোথো সরকার। শুরুতেই সাফল্য মেলে। সম্প্রতি খনি মুখের কাছে ২৫ ক্যারেট ওজনের হলুদ হীরার সন্ধান পাওয়া গিয়েছিল। এবার দক্ষিণ-পূর্ব জোনে ৮৯ ক্যারেট ওজনের এই লদুদ হীরার সন্ধান পাওয়া গেল।

প্রাপ্ত হীরাটির ৭০ শতাংশের অংশিদার লুকাপা নামে ওই বেসরকারি সংস্থাটি। বাকি ৩০ শতাংশ সরকারের।

প্রসঙ্গত, ১৯৬৬ সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা অর্জন করে লেসোথো।

উল্লেখ্য, হীরার খনির দেশ হিসেবে খ্যাত দক্ষিণ আফ্রিকা। ১৯০৫ সালে সেদেশে ৩,১০৬ ক্যারেট ওজনের খনিজ হীরা খুঁজে পান স্যার থমাস কাল্লিনাম। সেটি কাটিং করে দু’টি হীরা পাওয়া যায়। সেগুলো এখন ব্রিটিশ রাজমুকুটে স্থান পাচ্ছে।

শেয়ার করুন
Exit mobile version