Khola Chokh | Bangla News, Entertainment & Education

আটকের কিছুক্ষণ পর ছাড়া পেলেন সাবেক ভিপি নূর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার রাত পৌনে একটার দিকে ডিবি কার্যালয় থেকে ছাড়া পান নূরুল হক নূর। 

এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর মৎস ভবন থেকে নূরসহ কয়েকজনকে বিশৃঙ্খলা চেষ্টার অভিযোগে আটক করা হয়। তারা মিছিল করার চেষ্টা করেছিলেন। এরপর তাদের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান,  নূরসহ ৪ জনকে ডিবি পুলিশ হাসপাতালে নিয়ে আসে। নূরুর বুকে, কোমরসহ কয়েক জায়গায় এক্সরে করা হয়েছে। তার অবস্থা ভালো আছে। তাদেরকে ভর্তি রাখার প্রয়োজন হয়নি। অপর একজনের মাথায় একটু আঘাত আছে, তাকে নিউরোসার্জারি বিভাগে দেখানো হয়েছে।

ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক জানান, নূরের একটু হাপানি সমস্যা ছিল আগে থেকেই। এজন্য তাকে হাসপাতালে আনা হয়েছিল।

শেয়ার করুন
Exit mobile version