Khola Chokh | Bangla News, Entertainment & Education

আজ থেকে গণপরিবহনে আগের ভাড়ায় ‘যত সিট তত যাত্রী’

করোনার বিস্তার ঠেকাতে জারি করা নতুন আদেশের বদলে আজ থেকে পুরনো নিয়মে ফিরছে গণপরিবহন।

বিআরটিএ ঘোষিত ‘যত সিট তত যাত্রী’ কার্যকর হচ্ছে মঙ্গলবার সকাল থেকে। ভাড়া হয়ে যাবে আগের মতই। এক সিট ফাঁকা রাখার বাধ্যবাধকতাও আর থাকছেনা।

কয়েক দিন আগে গণপরিবহন আগের ভাড়ায় ফিরে যাবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে মাস্ক পরা, যত আসন তার বেশি যাত্রী না নেওয়াসহ কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়।

এ দিকে বিআরটিএ প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসনসংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না।

গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, হেলপার ও টিকিট বিক্রেতাকে মাস্ক পরতে হবে। হাত পরিষ্কারের জন্য সাবান বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

এছাড়া যানবাহন, যাত্রীদের বহন করা ব্যাগ ও মালামাল জীবাণুমুক্ত করতে বাস মালিকদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য সরকারি বিধি মেনে চলতে বলা হয়েছে নতুন এই আদেশে।

শেয়ার করুন
Exit mobile version