Khola Chokh | Bangla News, Entertainment & Education

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ আওয়ামী লী‌গের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা‌নের সমা‌ধিতে কেন্দ্রীয় আওয়ামী লী‌গের পক্ষে শ্রদ্ধা নি‌বেদন করেছেন দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধের বেদীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হাসেন, সদস্য সাহাবুদ্দিন ফরাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়েরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Exit mobile version