Khola Chokh | Bangla News, Entertainment & Education

আইসিইউতে ব্যবহৃত ডেক্সামেথাসোনে ‘আশার আলো’ দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কোভিড-১৯ এ আক্রান্ত আশঙ্কাজনক রোগীদের মৃত্যুহার কমানো যাচ্ছে বলে দাবি করা ডেক্সামেথাসোনে ‘আশার আলো’ দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এক বিবৃতিতে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গিব্রাইয়াসুস বলেন, যেসব রোগীদের অক্সিজেন কিংবা ভেন্টিলেটর প্রয়োজন হয় তাদের মৃত্যুহার কমাতে প্রথম চিকিৎসা ব্যবস্থা হতে যাচ্ছে ডেক্সামেথাসোন। এটা একটা দারুন খবর।

বিবিসি’র একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, এই ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে ভেন্টিলেটরে নেওয়া তিন ভাগের এক ভাগ রোগীর জীবন বেঁচেছে। যাদের অক্সিজেন দরকার হচ্ছিলো, তাদের পাঁচ ভাগের এক ভাগ রোগী বেঁচে ফিরেছেন।

ডেক্সামেথাসোন অনেকদিন ধরে বাংলাদেশেও ব্যবহার করা হয়। এটি মূলত আইসিইউ’র ওষুধ। তবে করোনা রোগীদের ক্ষেত্রে এই ‍ওষুধ এখনো সেভাবে প্রয়োগ করে দেখা হয়নি।

শেয়ার করুন
Exit mobile version