Khola Chokh | Bangla News, Entertainment & Education

অবশেষে বান্দরবান সদর হাসপাতালেই হলো জটিল সেই অপারেশন

৭৫ বছর বয়সী নারী হোসনে আরা। বাথরুমে পড়ে গিয়ে কোমরের সংযোগস্থলের গোড়াসহ বলটি ভেঙ্গে গিয়েছিলো। অনেকদিন বিছানায় শুয়ে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছিলেন। বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ডাক্তাররা তাঁকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন। কারণ, এই ধরনের অপারেশনের জন্যে ‘হিপ প্রস্থেসিস’ করতে হয়। চিকিৎসা ব্যয়বহুল এবং জটিল হওয়ায় স্বজনেরা তাঁকে চট্টগ্রামে নিয়ে যেতে রাজি হননি।

পরে চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায় চট্টগ্রাম থেকে সব ধরনের যন্ত্রপাতি এনে ১৮ ফেব্রুয়ারি বান্দরবান সদর হাসপাতালেই করা হলো এই জটিল অপারেশন।

এনেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. সমীরন নন্দী জানান, তিনি এবং অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. অরূপ রতন দে এই অপারেশনটি সম্পন্ন করেছেন। সম্পূর্ণ বিষয়টি তত্ত্বাবধান করেছেন সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা।

তিনি আরও জানান, অপারেশনের পর রোগী যথেস্ট ভালো আছেন। অন্য কোনো ব্যতিক্রমী সমস্যা না হলে তিনি শীঘ্রই বাড়ি ফিরে যেতে পারবেন।

শেয়ার করুন
Exit mobile version