Khola Chokh | Bangla News, Entertainment & Education

অবশেষে খুলছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের কারণে দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধের পর আগামী ২৪ মে খুলছে সব পাবলিক বিশ্ববিদ্যালয়। এর আগে ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।

গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

এর আগে,  বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সিদ্ধান্ত ৫-৬ দিনের মধ্যে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

শেয়ার করুন
Exit mobile version