Khola Chokh | Bangla News, Entertainment & Education

অনুমোদন পেলো স্বপ্নের বান্দরবান বিশ্ববিদ্যালয়

বিশেষ প্রতিনিধি।। বান্দরবানবাসীর বহুল প্রত্যাশিত বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অনুমোদন মিলেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ও কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। সরকারের অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে প্রতিমন্ত্রীর সাথে আরো বেশ কয়েকজন ব্যবসায়ীও রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য গত বছরের ফেব্রুয়ারীতে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য বান্দরবান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ও পাবর্ত্য জেলা পরিষদ সমঝোতা চুক্তি সই করেছিল। এর পর থেকেই বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো স্থাপনসহ একাডেমিক বিষয়গুলো নিয়ে কাজ শুরু করে শিক্ষা ওউন্নয়ন ফাউন্ডেশন। পরে শহরের উপকন্ঠের প্যারিস প্যারাডাইজ ভবনে অস্থায়ী ক্যাম্পাসে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের কাযর্ক্রম সিদ্ভান্ত হয়।

প্রাথমিকভাবে কৃষি, তথ্য প্রযুক্তি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ নিয়ে শিক্ষা কাযর্ক্রম শুরুর কথা রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের জন্য সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে ভূমি অধিগ্রহনের কাজ শেষ পর্যায়ে চলে এসেছে বলে জানা গেছে। ভূমি অধিগ্রহনের কাজ পুরোপুরি শেষে অবকাঠানো র্নিমান শুরু হবে বলে জানায় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পাওয়ায় বান্দরবানবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পুরন হলো বলে জানায় স্থানীয়রা।

শেয়ার করুন
Exit mobile version