অধ্যাপক থানজামা লুসাই। জন্ম ৭ সেপ্টেম্বর ১৯৪৮। তিনি ১৯৬৮ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিএসসি ও ১৯৭০ সালে পেশওয়ার বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় এমএসসি পাস করেন।
তিনি ১৯৭৩ সালে রাঙামাটি সরকারি কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৮১ সালে বান্দরবান সরকারি কলেজে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৯১ সালে সাতকানিয়া সরকারি কলেজে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৪ সালে বান্দরবান সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।
তিনি ১৫ জুলাই ২০০৭ থেকে ২৪ মে ২০০৯ পর্যন্ত প্রথমবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৭ নভেম্বর তাঁকে দ্বিতীয়বারের মত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার।
তিনি বান্দরবান সদরের প্রধান ডাকঘর সংলগ্ন লুসাই বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন।