বান্দরবান-কেরাণীহাট-চট্টগ্রাম এবং বান্দরবান পার্বত্য জেলা শৈলশোভা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্যে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাস, কোচ ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে। শ্রমিকদের ভোট দানের সুবিধার্থে বান্দরবান থেকে ঢাকা, চট্টগ্রাম, রুমা, থানচি, রোয়াংছড়িসহ সাত উপজেলায় কোনো যানবাহন ছেড়ে যাবেনা। তবে বাইরে থেকে ছেড়ে আসা যানবাহন শহরে ঢুকতে কোনো সমস্যা হবেনা বলে জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।