Khola Chokh | Bangla News, Entertainment & Education

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩ হাজার ১৮৭

করোনা। ফাইল ছবি

দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে চলার পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়ে চলেছে! গত ২৪ ঘণ্টায় সারাদেশে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। কোভিড-১৯ এ ভুগে মারা গেছেন ৩৭ জন। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৯ জনে।

বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের ২০ জন ঢাকা বিভাগের এবং ১৭ জন অন্য বিভাগের।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৫ হাজার ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ১৮৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৭ জন।

শেয়ার করুন
Exit mobile version