Khola Chokh | Bangla News, Entertainment & Education

সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু

নিহত আব্দুল কাদের। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল কাদির (৪১)। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে মালয়েশিয়ার ইপো জেলা আইটায়ার গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তার ছোট ভাই সেনা সদস্য ইনজামুল কাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল কাদিরের বাড়ি চাদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর আগপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল জহুরের ছেলে। আব্দুল কাদির ২০১০ সালে মালয়েশিয়ায় যান।

নিহত প্রবাসীর ভাই সেনা সদস্য ইনজামুল কাদের জানান, আমার ভাই শুক্রবার বন্ধুদের সঙ্গে খাবার খেতে হোটেলে যান। খাবার খেয়ে বাসায় ফেরার পথে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে ধাক্কা মারে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এ সময় চালক ও প্রাইভেটকারটি আটক করা হয়। আমরা মালয়েশিয়ায় তার রুমমেটদের সঙ্গে কথা বলেছি। লাশ হাসপাতালের হিমাগারে আছে। মালিক লাশ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।’

নিহত প্রবাসী আব্দুল কাদিরের তিন মেয়ে রয়েছে। ওই পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে পরিবারটি দিশাহারা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাদন থানার ওসি মো: রমিজুল হক জানান, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। তবে উনার লাশ দেশে আনা হলে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হবে।

শেয়ার করুন
Exit mobile version