লামায় আগুনে পুড়ে গেছে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান

লামা বাজার মসজিদ এলাকায় আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান

বান্দরবান (লামা প্রতিনিধি)।। বান্দরবা‌নের লামা উপজেলা বাজার মসজিদ এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। (বৃহস্পতিবার) সকাল ৬ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে কমপক্ষে পাঁচটি‌ ব্যবসা প্রতিষ্ঠান। পাশাপাশি আংশিক ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে আরো ক‌য়েক‌টি দোকান ও আবাসিক ভবন।

স্থানীয়রা জানায়, একটি ব্যবসা প্রতিষ্ঠানের শর্ট সা‌র্কিট থে‌কে আগুনের সূত্রপাত হ‌য়ে মুহূর্তেই চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এতে পুড়ে যায় বাজারের পাঁচটি দোকান। খবর পে‌য়ে আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়দের সহায়তায় দীর্ঘসময় ধরে আগুন নেভানোর চেষ্টা করলে একপর্যায়ে নিয়ন্ত্রণে আসে আগুন। লামা উপজেলায় দমকল বাহিনীর দপ্তর না থাকায় আগুন ধ্রুত নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানান তাঁরা। এদিকে অগ্নিকান্ডের এ ঘটনায় ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ প্রায় ১০ লাখ টাকা ছা‌ড়ি‌য়ে যাবে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্থরা।

লামা পৌরসভার মেয়র জ‌হিরুল ইসলাম জানান, বাজা‌রের এক‌টি ব্যবসা প্রতিষ্ঠান থে‌কে আগু‌নের সূত্রপাত ঘ‌টে। তবে আগুনের সূত্র সম্পর্কে নিশ্চিত করা যায়নি বলে জানান মেয়র।

শেয়ার করুন