Khola Chokh | Bangla News, Entertainment & Education

লক্ষ্মীছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় নির্মাণাধীন ব্রীজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মঞ্জুর আলম (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কের লক্ষ্মীছড়ি থানা সংলগ্ন নির্মাণাধীন ব্রীজে দ্বিতীয় গার্ডারে ২২০ভোল্ট এর জেনারেটরের ওয়েলডিং পিলার ক্রসের সময় জেনারেটরের তারে জড়িয়ে যান মোঃ মঞ্জুর আলম।

এরপর দায়িত্বরত অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে তিনি মারা যান।

লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আতাউর রহমান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আবদুল জব্বার জানান, ঘটনাটি শুনেছি এ বিষয়ে একটি সাধারণ ডায়রি করা হয়েছে। নিহত মঞ্জুর আলম সিরাজগঞ্জ জেলার কয়েরা হোরপাড়া, উল্লাপাড়ার জাহেদ প্রামাণিকের ছেলে।

লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে প্রায় ৬৮ কোটি টাকা ব্যয়ে রানা বিল্ডার্স এর নামে কুমিল্লার কচুয়া উপজেলার জাকির এন্টারপ্রাইজ ৫টি ব্রীজ নির্মাণ কাজ করছে বলে জানা গেছে।

শেয়ার করুন
Exit mobile version