নিউজটির ফেইসবুক ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন
পাহাড়ি অঞ্চলের সড়কে শৃঙ্খলা আনতে কেউ উদ্ভাবন করেছে অটোমেটিক ট্রাফিক সিস্টেম, কেউ বানিয়েছে আগুন নেভানোর ড্রোন, কারো উপস্থাপনায় ছিলো পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের কৌশল। বান্দরবানে এ রকম ১২০টি মডেল তৈরি করে বিজ্ঞান মেলায় অংশ নিয়েছেন প্রায় ৬০০ শিক্ষার্থী।
‘রহস্য উম্মোচনে বিজ্ঞান’ এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ১৮ সেপ্টেম্বর বুধবার এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেছেন, ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।
এ সময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থাপন করা বিজ্ঞানের মডেলগুলো পরিদর্শন করেন।
বিজ্ঞানমুখী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের বাংলা ও ইংরেজি ভার্সনের ৭টি মডেলকে পুরষ্কৃত করা হয়। এ সময় অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো.শাহজাহান সিরাজ ভূঁইয়াসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা গণমাধ্যমকর্মী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।