বান্দরবানে ১ লাখ ৪৮ হাজার কীটনাশকযুুক্ত মশারি দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

বান্দরবানে কীটনাশকযুক্ত মশারি বিতরণ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ৭৮৮টি মশারি বিতরণ করা হবে। এই বিতরণ কার্যক্রমে সহায়তা করবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

১২ অক্টোবর বৃহষ্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কাযালয়ের সভাকক্ষে এই কীটনাশকযুুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. অংসুই প্রু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমিন, উপজেলা মেডিকেল অফিসার ডা. ক্যথুই প্রু প্রিন্স, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির বান্দরবান জেলা ব্যবস্থাপক মোঃ জয়নাল আবেদীন।

এই কার্যক্রমের আওতায় বান্দরবান সদর উপজেলায় ৪৩ হাজার ৬২৬টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩৭ হাজার ৬১৬টি, রুমা উপজেলায় ১৮ হাজার ১৪৪টি, থানছি উপজেলায় ১৩ হাজার ৩০৬টি, রোয়াংছড়ি উপজেলায় ১৩ হাজার ৫৯৬টি, আলিকদম উপজেলায় ২২ হাজার ৫০০টি মশারি বিতরণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শেয়ার করুন