Khola Chokh | Bangla News, Entertainment & Education

বান্দরবানে শেখ হাসিনার নামে ছাত্রী হোস্টেল চায় ছাত্রলীগ

এন. এ. জাকির বান্দরবান।। বান্দরবানে শেখ হাসিনার নামে ছাত্রী হোস্টেল করার দাবীতে শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বান্দরবান সরকারী কলেজ ছাত্রলীগ। মঙ্গলবার সকালে বান্দরবান সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেমের হাতে স্মারক লিপি তুলে দেন কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান বাবলু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক টিপু দাশ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আকতার হোসেন সহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

শিক্ষা প্রকৌশল বিভাগের আওতায় পাঁচ কোটি টাকা ব্যয়ে বান্দরবান সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রীদের জন্য নির্মিত হতে যাচ্ছে পাঁচতলা ভবনের ছাত্রী হোস্টেল। শীঘ্রই এ হোস্টেলের ভিত্তি প্রস্থর স্থাপনের কথা রয়েছে। তাই ভিত্তি প্রস্থর স্থাপনের আগেই হোস্টেলটির নাম করন শেখ হাসিনার নামে করার জন্য শিক্ষা মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করে বান্দরবান সরকারী কলেজ ছাত্রলীগ।

এ প্রসঙ্গে কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান বলেন পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান রয়েছে বিশেষ করে বান্দরবান সরকারী কলেজে অনার্স এর সাবজেক্ট বাড়ানো, মাষ্টার্স কোর্স চালু এবং বান্দরবান সরকারী কলেজকে একটি পূর্ণাঙ্গ কলেজ হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তাই তাঁর এ অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা স্বরুপ কলেজ ক্যাম্পাসের ছাত্রী হোস্টেলটি শেখ হাসিনার নামে করার দাবী জানান কলেজ ছাত্রলীগের নেতারা।

শেয়ার করুন
Exit mobile version