বান্দরবানে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে প্রান হারালো দুই তরুন

বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনা নিহত দুই তরুন অভিজিৎ তঞ্চঙ্গ্যা ও সুমন তঞ্চঙ্গ্যা।

নিজস্ব প্রতিবেদক।। বান্দরবানে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে প্রান হারিয়েছে দুই তরুন। রবিবার রাত সাড়ে নয়টার দিকে এ শহরের কাছের লালব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন- সুমন তঞ্চঙ্গ্যা (২৪) ও অভিজিত তঞ্চঙ্গ্যা (১৮)। নিহতরা দুজনই রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের বটতলী পাড়ার বাসিন্দা বলে জানা যায়।

দুর্ঘটনার পর পরই দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে র্দুঘটনাকবলিতদের উদ্ধার তাদের বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মোটর সাইকেল দুর্ঘটনা দুই যুবক নিহত হয়েছেন। ধারনা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে ঘটনার পর নিহতদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ও পৌর মেয়র মো. ইসলাম বেবী।

নিহতদের মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন