জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উপলক্ষে বান্দরবানে শিশু সমাবেশ, আলোচনা সভা , পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলিপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনুল আরফাত চেীধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) শফিউল আলম, শিুশু একাডেমির পরিচালক শিলাদিপ্ত মুৎসুদ্দিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্টানে উপস্থিত আতিথিরা শেখ রাসেলের জন্মবার্ষিকি উপলক্ষে নানা তাৎর্পযপূর্ণ বক্তব্র শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। বক্তারা শিক্ষার্থীদের জাতির জনককে নিয়ে বিভিন্ন বিই পুস্তক পড়ার পরামর্শ দেন। পরে দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।